ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে টানা দুই দিনের প্রবল বৃষ্টিতে নোয়াখালীতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
সুবর্ণচর, হাতিয়া ও কোম্পানীগঞ্জ উপজেলায় কৃষকের রোপা আমন ধান এখনো পানির নিচে। এছাড়া নষ্ট হচ্ছে খেসারি, মুগ, ধনিয়াসহ আগাম শীতকালীন সবজি। ক্ষতি পুষিয়ে নিতে বিশেষ প্রণোদনা আর কৃষি ঋণ মওকুফের দাবি কৃষকদের।
কৃষি বিভাগের প্রাথমিক ক্ষয়ক্ষতির হিসাবে জেলায় মোট ২৯ হাজার ৯৭০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে।
কৃষকরা জানায়, ঘূর্ণিঝড়ের ৬ দিন পেরিয়ে গেলেও এখনো তাদের ফসল পানির নিচে। এভাবে ফসল আর দুই-তিনদিন থাকলে তা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। এমন অবস্থায় উৎকণ্ঠার মধ্যে রয়েছে কৃষকরা।
সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ শহীদুল ইসলাম জানান, কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু করেছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের বিশেষ প্রণোদনা দেয়া হবে।