বার্তার আয়োজনে আড্ডা-আলোচনায় গারো আদিবাসীরা

নেত্রকোনা, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বিরিশিরি থেকে | 2023-08-20 13:04:56

আদিবাসী গারো সম্প্রদায়ের বিশিষ্টজনদের সঙ্গে দেশের প্রথম মাল্টিমিডিয়া নিউজপোর্টাল বার্তাটোয়েন্টিফোর.কম-এর আড্ডা-আলোচনা ও মধ্যাহ্নভোজের আয়োজন চলছে।


শুক্রবার (১৫ নভেম্বর) নেত্রকোনার দুর্গাপুরের মান্দি সম্প্রদায় অধ্যুষিত বিরিশিরি ইউনিয়নের ওয়াইডব্লিউসিএ হলরুমে এ অনুষ্ঠান শুরু হয়।

অনু্ষ্ঠানে গারো সম্প্রদায়ের কৃষ্টি-কালচার, ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন গারো শিক্ষাবিদ ও ইতিহাসবিদ মনীদ্রনাথ মারাক।


অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন-ওয়াইডব্লিউসিএ-এর পরিচালক রুমা সাংমা, ডন বস্কো স্কুল অ্যাণ্ড কলেজের ভাইস প্রিন্সিপাল রুমন রাংসা, ডন বস্কো স্কুল অ্যাণ্ড কলেজের শিক্ষক সাগর রাংসা, ডন বস্কো স্কুল অ্যাণ্ড কলেজ প্রভাষক নিউটন দারিং, বিরিশিরি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরভি মান্দা, বিরিশিরি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লুদিয়া মালঞ্চ সাংমা, ডন বস্কো কলেজের প্রভাষক ক্রিস্টি চর্যা রাংসা এবং বার্তাটোয়েন্টিফোর.কমের সাংবাদিকরা।

এ সম্পর্কিত আরও খবর