‘অন্য সম্প্রদায়ের সঙ্গে মিশে নিজস্ব ভাষা ভুলে যাচ্ছে গারোরা’

নেত্রকোনা, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম,বিরিশিরি থেকে | 2023-09-01 06:11:39

গারোরা এখন যে ভাষায় কথা বলছে সেটা এক ধরনের মিশ্র ভাষা বলে জানিয়েছেন বিরিশিরি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরভি মান্দা।

তিনি বলেন, আমাদের গারোদের ভাষা বাঁচিয়ে রাখতে আমরা আপ্রাণ চেষ্টা করছি। অন্য সম্প্রদায়ের মানুষের সঙ্গে মিশে গারোরা তাদের ভাষা ভুলে যাচ্ছে। এখন আমরা যে ভাষায় কথা বলি, সেটা এক ধরনের মিশ্র ভাষা।

শুক্রবার (১৫ নভেম্বর) নেত্রকোনার দুর্গাপুরের মান্দি সম্প্রদায় অধ্যুষিত বিরিশিরি ইউনিয়নের ওয়াইডব্লিউসিএ হলরুমে বার্তাটোয়েন্টিফোর.কম আয়োজিত ‘আড্ডা আলোচনা’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সুরভি মান্দা বলেন, আমরা আমাদের নিজস্ব ভাষা সংস্কৃতি ভুলে যাচ্ছি। অন্য সম্প্রদায়ের মানুষের সঙ্গে মিশে তাদের ভাষা ও সংস্কৃতির প্রভাব পড়ছে। কিন্তু আমাদের ভাষা আমরা বাঁচিয়ে রাখতে চাই।

তিনি বলেন, বার্তাটোয়েন্টিফোর.কম-এর মাধ্যমে আমরা অনুরোধ করবো, সরকার যেন গারো ভাষার শিক্ষার ব্যবস্থা করেন। তাছাড়া পাঠ্য বইয়ে গারো ভাষার ওপর একটা বিষয় রাখা হয়। তাহলে হয়তো শেষ পর্যন্ত আমাদের ভাষা ও সংস্কৃতি টিকে থাকবে। না হলে এভাবে আস্তে আস্তে আমরা ভাষা ও সংস্কৃতি ভুলে যাব।

এ সম্পর্কিত আরও খবর