ফরিদপুরে কনের বাবাকে ৫০ হাজার টাকা জরিমানা

ফরিদপুর, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ফরিদপুর | 2023-08-23 16:22:20

ফরিদপুরের বোয়ালমারী উপজেলাতে বাল্য বিয়ের দায়ে কনের বাবাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৫ নভেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলার পরশ্বেরদী ইউনিয়নের শ্রীনগর গ্রামে এ ঘটনা ঘটে।

বোয়ালমারী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঝোটন চন্দ'র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে।

আদালত সূত্রে জানায়, ১৪ বছর বয়সী সপ্তম শ্রেণির এক ছাত্রীর বাল্য বিয়ের আয়োজন চলছিল। জুম্মার নামাজের পর বরযাত্রীরা মেয়ের বাড়িতে হাজির ছিলেন। ওই সময় অভিযান চালায় আদালত। বর উপজেলার চতুল ইউনিয়নের হাসমদিয়া গ্রামের সজিন মোল্লা (১৯)। আদালত বাল্য বিয়ের আয়োজন বন্ধ করে দেন এবং মেয়ের বাবা মানিক মাতুব্বরকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

ইউএনও ঝোটন চন্দ বলেন, ২০০৭ সালের বাল্যবিবাহ নিরোধ আইনের ৮ ধারা অনুযায়ী এ জরিমানা প্রদান করা হয়। মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত এ বিয়ে দেবেন না এই মর্মে মুচলেকা দেওয়া হয়।

এ সম্পর্কিত আরও খবর