নরসিংদীর পলাশে পারিবারিক কলহের জেরে ছেলের ছুরির আঘাতে বাবা জমির উদ্দিন মোল্লা (৬০) নিহত হয়েছেন।
শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের চরআলী নগর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক ছেলে আরিফ মোল্লা পলাতক রয়েছে।
পলাশ থানার ওসি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘাতক আরিফ মোল্লা পলাতক রয়েছেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, ঘাতক আরিফ মোল্লা পর পর তিনটি বিয়ে করেন। প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সংসার করেন। এই ঘরে এক সন্তান রেখে কিছুদিন যাওয়ার পর তাকে রেখে আরেকটি বিয়ে করেন তিনি। এ নিয়ে দ্বিতীয় স্ত্রী'র ভরণ পোষণ নিয়ে স্থানীয় ইউপি সদস্য মোমেন মিয়ার উপস্থিতিতে সালিশ বসে। এরই জের ধরে পিতার ওপর ক্ষিপ্ত হয় ঘাতক আরিফ। সালিশ শেষে আরিফ মোল্লা, তার স্ত্রী আকলিমা ও পিতা জমির মোল্লা বাড়ি ফেরার পথে আরিফ দৌড়ে গিয়ে ছোড়া নিয়ে পিতা জমির মোল্লার পেটে আঘাত করে। এতে ঘটনাস্থলেই জমির মোল্লা মারা যান।