পেঁয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধির ব্যতিক্রমী প্রতিবাদ

মেহেরপুর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মেহেরপুর | 2023-08-25 06:29:04

কিছুতেই যেন থামানো যাচ্ছে না পেঁয়াজের দামের ঊর্ধ্বগতি। এ কারণে বর্তমানে দেশে আলোচনার একমাত্র কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই পেঁয়াজ। তবে দর কমানোর নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। কিন্তু তারপরেও দাম নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।

এদিকে পেঁয়াজের অস্বাভাবিক দর বৃদ্ধির এক ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছে মেহেরপুরের গাংনীর সুধিজনদের নিয়ে গঠিত প্রভাতী সংঘ নামের একটি সংগঠন। প্রতিবাদ স্বরূপ দাম স্বাভাবিক না হওয়া পর্যন্ত পেঁয়াজ বর্জনের ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন এ সংগঠনের সদস্যরা।

শনিবার (১৬ নভেম্বর) সকালে শহরের মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে প্রতিবাদ স্বরূপ এ বিষয়ে শপথ গ্রহণ করেন তারা। শপথ পাঠ করান গাংনীর সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম।

শপথ পাঠের সময় বলা হয়- ‘আমরা শপথ করছি যে, পেঁয়াজের এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধি একটি অন্যায়। আমরা এ অন্যায়ের প্রতিবাদ করতে চাই। তাই যতদিন পর্যন্ত পেঁয়াজের দাম স্বাভাবিক হবে না, ততদিন পর্যন্ত আমরা পেঁয়াজ বর্জন করলাম। আমাদের রান্নাঘরে আর কোনো পেঁয়াজ ঢুকবে না। আজকের এই শপথ অনুষ্ঠান থেকে সকলকে আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আবেদন জানাচ্ছি।’

বিশিষ্ট কথাসাহিত্যিক ও মুক্তিযুদ্ধের গবেষক রফিকুর রশিদ রিজভী, গাংনী প্রেসক্লাব সভাপতি রমজান আলী, কাজিপুর কলেজ অধ্যক্ষ মোকাদেচ্ছুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির গাংনী জোনাল অফিসের ডিজিএম নিরাপদ দাসসহ প্রভাতী সংঘের সদস্যরা এ শপথ গ্রহণ করেন।

এ প্রসঙ্গে একেএম শফিকুল আলম বলেন, ‘পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি অবশ্যই অন্যায়। এর প্রতিবাদ থাকা দরকার। অন্যায়ের প্রতিবাদে আমরা পেঁয়াজ বর্জনের ঘোষণা বাস্তবায়ন করছি।’

এ সম্পর্কিত আরও খবর