হিলি-বগুড়া রুটে বাস চলাচল বন্ধ

দিনাজপুর, দেশের খবর

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, হিলি (দিনাজপুর) | 2023-08-31 00:34:59

পরিবহন আইন সংস্কারের দাবিতে দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে হিলি-বগুড়া রুটে অনির্দিষ্টকালের জন্য যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দিয়েছেন চালকরা। এতে করে বিপাকে পড়েছেন ওই পথে চলাচলরত যাত্রীরা।

শনিবার (১৬ নভেম্বর) সকাল থেকেই চালকরা নিজ নিজ গাড়ি বন্ধ রেখে এই কর্মসূচি পালন করছেন। এতে করে ওই পথে চলাচলরত যাত্রীরা বাস না পেয়ে বিকল্প উপায়ে বাড়তি ভাড়ার মাধ্যমে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। তবে হিলি-দিনাজপুর, হিলি-জয়পুরহাট রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

বাস চালকরা বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, আমরা চালকরা বাস চালাই কেউতো ইচ্ছা করে দুর্ঘটনা ঘটাই না বা কাউকে চাপা দেয়না। সড়কে ভ্যান রিক্সা সিএনজির যে চাপ, তারা তো ডান বাম বোঝে না। এখন কোন কারণেই একটি দুর্ঘটনা ঘটলেই তাতে কেউ মারা গেলে নতুন আইনে চালকের মৃত্যুদণ্ড বা আহত হলে ৫ লাখ টাকা দিতে হবে। আমাদের এতো টাকা দেওয়ার সামর্থ্যও নাই আর আমরা বাস চালিয়ে জেলখানায় যেতে চাই না। তাই এই নতুন আইন সংস্কারের দাবিতে আমরা নিজেরা বাস চলাচল বন্ধ করে দিয়েছি।

এ সম্পর্কিত আরও খবর