পাবনায় আয়কর মেলা শুরু

, দেশের খবর

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, পাবনা | 2023-08-20 03:57:21

‘কর প্রদানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, নিশ্চিত হোক রূপকল্প বাস্তবায়ন’ এই প্রতিপাদ্য নিয়ে পাবনায় শুরু হয়েছে চার দিনব্যাপী আয়কর মেলা। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এ মেলা।

শনিবার (১৬ নভেম্বর) সকালে পাবনা আয়কর অফিসের আয়োজনে জেলা পরিষদের রশিদ হল রুমে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গোলাম ফারুক প্রিন্স (এমপি) মেলার উদ্বোধন করেন।

পাবনা সার্কেল-৭ এর উপ কর কমিশনার শাহাদৎ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন, পাবনা কর আইনজীবী সমিতির সভাপতি মো. শরিফুল ইসলাম, পাবনা পরিদর্শী রেঞ্জ-২ এর যুগ্ম কর কমিশনার মির্জা আশিক রানা, চেম্বার অব কমার্সের পরিচালক সাজ্জাদুর ইসলাম, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সিনিয়র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী জয়নাল আবেদীন, পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক সাজ্জাদ প্রামাণিক প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন কর পরিদর্শক মোহাম্মদ আরিফুর রহমান।

মেলায় রেজিস্ট্রেশন, আয়কর রিটার্ন দাখিল, নতুন করদাতাদের টিআইএন সনদ প্রদানসহ নানা সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর