১ পেঁয়াজের দাম ৬৪ টাকা

পটুয়াখালী, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, পটুয়াখালী | 2023-08-21 12:28:26

সাগর হোসেন ঢাকায় থেকে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। দুই দিনের ছুটিতে পটুয়াখালীতে নিজ বাড়িতে বেড়াতে এসেছেন তিনি। শনিবার (১৬ নভেম্বর) দুপুরে পটুয়াখালী শহরের নিউ মার্কেটে বাজার করতে গেলে তার মাথায় হাত। এক কেজি পেঁয়াজ কিনতে চাইলেও দাম বেশি থাকার কারণে কিনেছেন মাত্র আধা কেজি। এতে তিনি মিসরের দুটি পেঁয়াজ পেয়েছেন। যার একটির দাম পড়েছে ৬৪ টাকা। দুটি পেঁয়াজের ওজন হয়েছে ৫১৩ গ্রাম। ১৮০ টাকা কেজি হিসেবে কিনেছেন ওই পেঁয়াজ।

মিসরের পেঁয়াজ পটুয়াখালী শহরে ১৮০ থেকে ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া দেশি পেঁয়াজ প্রতি কেজি ২৩০ থেকে ২৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এদিকে পেঁয়াজের পাশাপাশি পটুয়াখালী শহরে রসুনের দামও বৃদ্ধি পেয়েছে।

শহরের পুরানবাজারের পাইকারি ব্যবসায়ী অকিল চন্দ্র সাহা জানান, মোকামগুলোতে রসুনের দাম বাড়তে শুরু হয়েছে। বর্তমানে দেশি রসুন ১৫০ টাকা এবং চায়না রসুন ১৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

তবে বাজার নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং করার পাশাপাশি সরকারের কঠোর নজরদারির দাবি জেলাবাসীর।

এ সম্পর্কিত আরও খবর