ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভাই ও চাচাকে কুপিয়ে জখম

সিরাজগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, সিরাজগঞ্জ | 2023-08-26 00:22:32

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুলছাত্রীর ভাই ও চাচাকে কুপিয়ে জখম করেছে বখাটেরা।

শনিবার (১৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের মেঘুল্লাহ গ্রামে এ ঘটনা ঘটে।

ইভটিজিংয়ের শিকার মেয়েটি স্থানীয় সোরহাব আলী উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী।

এদিকে, আহত স্কুলছাত্রীর ভাই হাফিজুর রহমান (৩০) ও চাচা আব্দুল ব্যাপারীকে (৪০) ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিল্লাতুনেচ্ছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাফিজুর রহমান বলেন, আমাদের গ্রামের আব্দুল মোতালেবের ছেলে মো. ইয়ামিন শেখ দীর্ঘদিন ধরে আমার বোনকে উত্ত্যক্ত করে আসছিলো। সকালে স্কুলে যাবার পথে আবারও উত্ত্যক্ত করে। আমি ও আমার চাচা দুপুরে এ বিষয়টি ইয়ামিনের বাবার কাছে বলতে গেলে আজুগড়া জামতৈল আলমাছ মেম্বরের বাড়ির সামনে ইয়ামিন, আলমাজ, সুমন, হানিফ, ইয়াকুব, ইছাসিন, আলমগীর, জিহাদ, মোতালেব, রজমান ও শরীফ রামদা ও ছুরি নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এসময় আমাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে তারা পালিয়ে যায়। পরে গ্রামবাসী আমাদেরকে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিল্লাতুনেচ্ছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করান।

স্কুলছাত্রীর চাচাতো ভাই আব্দুল হালিম জানান, এ ঘটনায় বেলকুচি থানায় মামলার প্রস্তুতি চলছে।

বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরও খবর