কক্সবাজারের টেকনাফে দেড় লাখ পিস ইয়াবাসহ জুলেখা বেগম (২০) নামে এক নারীকে আটক করেছে র্যাব-১৫।
রোববার (১৭ নভেম্বর) ভোররাতে হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদা লামার পাড়ার মোহাম্মদ আবুল কাশেমের বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক নারী হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদা লামার পাড়া এলাকার আবুল কাশেমের মেয়ে।
র্যাব-১৫, টেকনাফ সিপিসি-১ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব জানান, আবুল কাশেমের বাড়িতে ইয়াবা বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় দেড় লাখ পিস ইয়াবাসহ জুলেখা বেগমকে আটক করা হয়। যার দাম ৭ কোটি ৪৮ লাখ ৫০ হাজার টাকা। ওই নারীকে মাদক মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।