ময়মনসিংহের গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত স্বপন মিয়া (৪০) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় স্বপনের ছোট ভাই সাইফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বপন মিয়ার বাড়ি উপজেলার অচিন্তপুর ইউনিয়নের মুখুরিয়া গ্রামে। গত শুক্রবার তাকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষ।
জানা গেছে, উপজেলার অচিন্তপুর ইউনিয়নের মুখুরিয়া গ্রামের হ্যাপী আক্তারের পরিবারের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ ছিলো প্রতিবেশী সিদ্দিকুর রহমান গংদের। বিরোধের জের ধরে গত ৩০ অক্টোবর প্রতিপক্ষের লোকজন হ্যাপী আক্তারের পরিবারের সদস্যদের ওপর হামলা করে তাদের বাড়িঘর ভাঙচুর, লুটপাট করে। এ ঘটনায় হ্যাপী আক্তার বাদী হয়ে গৌরীপুর থানায় প্রতিপক্ষের ২৫ জনকে আসামি করে মামলা করেন।
এদিকে মামলার আসামিরা জামিনে এসে গত শুক্রবার হ্যাপী আক্তারের পরিবারের ওপর ফের হামলা চালায়। হামলায় হ্যাপী আক্তারের ভাসুর স্বপন মিয়া, দেবর মিলন মিয়া ও রিপন মিয়া আহত হয়। এর মধ্যে গুরুতর আহত স্বপন মিয়া রোববার বিকেলে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। অপরদিকে গুরুতর আহত মো. মিলন মিয়া (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও মো. রিপন মিয়া (২৩) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
হ্যাপী আক্তার জানিয়েছেন, প্রতিপক্ষের আসামিরা জামিনে এসে আমাদের ওপর ফের হামলা চালায়। ওই হামলায় আমার ভাসুর স্বপন মিয়া আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আমরা এর বিচার চাই।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম মিঞা জানান, পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এখন পর্যন্ত কেউ মামলা দেয়নি।