ফের বন্ধ মেহেরপুরের সব রুটে বাস চলাচল

মেহেরপুর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মেহেরপুর | 2023-08-19 15:58:08

‘সড়ক পরিবহন আইন-২০১৮’ বাতিলের দাবিতে আবারো মেহেরপুর জেলার সব রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকরা।

সোমবার ( ১৮ নভেম্বর) সকাল থেকেই মেহেরপুর থেকে চুয়াডাঙ্গা, মেহেরপুর থেকে কুষ্টিয়াসহ জেলার সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান বলেন, সড়ক পরিবহন আইন ২০১৮ পাশ হওয়ার পর থেকেই চালক, হেলপার ও সুপারভাইজাররা আতঙ্কে রয়েছেন। কে কখন কোন মামলায় পড়েন সেই ভয়ে আছেন পরিবহন শ্রমিকরা। তাই তারা রাস্তায় গাড়ি নামাতে চাচ্ছে না। আমরা আইনটি বাতিলের দাবি জানাচ্ছি।

এদিকে আন্তঃজেলার সব রুটে বাস চলাচল বন্ধ থাকায় সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়েছেন সাধারণ যাত্রীরা।

জানা গেছে, শুধু মেহেরপুর জেলা নয়, খুলনা বিভাগের সব জেলায় একইভাবে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। তাদের সিদ্ধান্তের সঙ্গে শ্রমিক সংগঠনগুলোও একমত পোষণ করেছে। তবে এ বিষয়ে প্রকাশ্যে কেউ কথা বলছেন না।

এর আগে একই দাবিতে শুক্রবার (১৫ নভেম্বর) বিকেল থেকে শনিবার দুপুর পর্যন্ত বাস চলাচল বন্ধ রেখেছিল মোটর শ্রমিক ইউনিয়ন।

এ সম্পর্কিত আরও খবর