গ্রামে-গঞ্জে নাটক ও যাত্রা প্রদর্শনীর জন্য সহজে অনুমতি প্রদানসহ পাঁচ দফা দাবিতে নেত্রকোনায় মানববন্ধন করেছে যাত্রা শিল্পীরা।
সোমবার (১৮ নভেম্বর) দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করে বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ নেত্রকোনা জেলা শাখা। মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলার নাটক ও যাত্রা শিল্পের সঙ্গে জড়িত কলাকুশলীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন- বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ নেত্রকোনা জেলা শাখার সভাপতি মো. দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক একেএম এরশাদুল হক জনি, কার্যকরি সভাপতি এফএম রাজ্জাক গোসাই, সিনিয়র সহ-সভাপতি সুরুজ আলী ফকির, সহসভাপতি রাখাল বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
পরে সংগঠনের নেতারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।