জাটকা শিকার ও বিক্রির দায়ে জেলের জেল-জরিমানা

বরগুনা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তাটোয়েন্টিফোর.কম,বরগুনা | 2023-08-20 14:08:36

বরগুনায় জাটকা শিকার ও বিক্রির দায়ে মাহবুবুর রহমান নামে এক জেলেকে এক বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৮ নভেম্বর) বিকেলে অভিযান চালিয়ে এ সাজা দেয়া হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিকী বলেন, গত ১ নভেম্বর থেকে চলতি বছরের ৩০ জুনপর্যন্ত আট মাস জাটকা ধরা ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা থাকলেও তা উপেক্ষা করে মাহবুবুর রহমান জাটকা শিকার করেন এবং সেগুলো বিক্রি করছিলেন।

খবর পেয়ে ডিবি পুলিশ বরগুনা প্রেসক্লাবের পেছনে থেকে পাঁচ মণ জাটকাসহ তাকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে সে নিজের দোষ স্বীকার করে এবং বিষখালী নদী থেকে জাটকাগুলো শিকার করার কথা জানায়।

তিনি জানান, এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত জেলে মাহবুবুর রহমানকে এক বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠায়। আর জাটকাগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের ইলিশকে জাটকা বলা হয়। নিষেধাজ্ঞার এ সময়ে জাটকা শিকার, বহন ও বিক্রিতে জড়িত থাকলে এক থেকে দুই বছর পর্যন্ত কারাদণ্ড, অনাদায়ে পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়ার বিধান রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর