নবান্ন উৎসবে মাছের মেলা

জয়পুরহাট, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, জয়পুরহাট | 2023-08-30 07:18:40

সারি সারি দোকানে সাজানো ছিল রুই, কাতলা, চিতল, সিলভার কার্প, ব্লাডকার্প বিগহেড, বোয়ালসহ হরেক রকমের মাছ। চলে হাঁকডাক, দরদামও। লোকজন ব্যাপক উৎসাহের সঙ্গে কিনেছেন এসব মাছ। আবার দেখতে এসেছিলেন অনেকেই।

সোমবার (১৮ নভেম্বর) দিনব্যাপী জয়পুরহাটের কালাইয়ের পাঁচশিরা বাজারে নবান্ন উৎসবকে কেন্দ্র করে মাছের এ মেলা বসে। মেলায় ১ থেকে ১৫ কেজি ওজনের মাছ ওঠে।

মূলত নবান্ন উৎসবকে ঘিরেই প্রতি বছর এখানে মাছের মেলা অনুষ্ঠিত হয়। মেলায় অংশ নেন- উপজেলার মাত্রাই, খোশালিপুর, হাটশর, হারুঞ্জ, পুনট, বেগুনগ্রাম, পাঁচগ্রামসহ ২৫ থেকে ৩০ গ্রামের মানুষ। ঘরে ঘরে এ উৎসবকে ঘিরে প্রতিটি বাড়িতেই মেয়ে-জামাইসহ স্বজনদের আগে থেকেই দাওয়াত দেয়া হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ উৎসব দেখতে আসেন।

এবার মেলায় ১৫ কেজি ওজনের একটি সিলভার কার্প মাছ ওঠে। মাছটি ২০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এছাড়া রুই ও কাতলা মাছ বিক্রি হয়েছে ৩০০ থেকে ৬০০ টাকা কেজি দরে।

মাছ ব্যবসায়ী সাদ্দাম হোসেন, তাজুল ইসলাম, অনীল কুমার জানান, মাছের মেলায় প্রচুর লোক সমাগম হলেও বেচাকেনা সে তুলনায় কম হয়েছে। তারপরও সব খরচ বাদে লাভ হবে।

এ সম্পর্কিত আরও খবর