নতুন সড়ক আইনের প্রতিবাদে চুয়াডাঙ্গায়ও ধর্মঘট

চুয়াডাঙ্গা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, চুয়াডাঙ্গা | 2023-08-31 21:56:33

নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নের প্রতিবাদে ১০ জেলার সঙ্গে চুয়াডাঙ্গায়ও বাস চলাচল বন্ধ রয়েছে।

পূর্ব ঘোষণা ছাড়াই সোমবার (১৮ নভেম্বর) সকাল থেকে পরিবহন ধর্মঘট পালন করছে শ্রমিকরা। এ কারণে চরম ভোগান্তিতে পড়ছে সাধারণ ও দূরপাল্লার যাত্রীরা।

জানা যায়, নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নের প্রতিবাদে যশোর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, মাগুরা, নড়াইল, ঝিনাইদহ, মেহেরপুর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার পরিবহন শ্রমিকরা সোমবার সকাল থেকে কর্মবিরতি পালন করছেন।

এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি এম. জেনারেল ইসলাম বলেন, ‘শ্রমিকরা কাউকে ইচ্ছা করে হত্যা করে না। অনিচ্ছাকৃত দুর্ঘটনার জন্য নতুন সড়ক আইনে তাদের ঘাতক বলা হচ্ছে। নতুন আইনের অনেক ধারার ব্যাপারে শ্রমিকদের আপত্তি রয়েছে। সেগুলো বিবেচনায় নিয়ে সংশোধন করতে হবে।’

তিনি আরও জানান, সরকার সমাধানের কোনো উদ্যোগ না নেয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। এ ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য চলবে।

এ সম্পর্কিত আরও খবর