সলঙ্গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

সিরাজগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, সিরাজগঞ্জ | 2023-08-25 23:20:41

সিরাজগঞ্জ সলঙ্গা হাট পেরিফেরির জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১১টা থেকে রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীমুর রহমানের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।

উচ্ছেদ অভিযানে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেড. তাজুল হুদা, উপ-পরিদর্শক আসলাম, রায়গঞ্জ উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুল মতিন, ঘুড়কা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শের মোহাম্মাদ ও পুলিশসহ রায়গঞ্জ ভূমি অফিসের কর্মকর্তারা অংশ নেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীমুর রহমান বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, সলঙ্গা হাট পেরিফেরির মোট ৩৩.৩৩ একর জায়গা রয়েছে, তার মধ্যে অনেকটাই বেদখল হয়ে গেছে। প্রায় ১ মাস আগে অবৈধ ২১৪টি ঘর-বাড়িতে লাল চিহ্ন দেওয়া হয়েছে। সলঙ্গা হাটের পাট হাটায় উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। অবৈধভাবে হাটের জায়গা যারা দখল করে রেখেছে তা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।

এ সম্পর্কিত আরও খবর