মানিকগঞ্জে ধান কাটার উৎসব শুরু

মানিকগঞ্জ, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মানিকগঞ্জ | 2023-08-19 06:14:41

মানিকগঞ্জে আমন ধান কাটার উৎসব শুরু হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে জেলার সাটুরিয়া উপজেলার জান্না গ্রামে জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় এই উৎসবের আয়োজন করে।

ধান কাটা উৎসব উপলক্ষে মাঠ দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস, মানিকগঞ্জ কৃষি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে অধ্যক্ষ আহমেদ আলী চৌধুরী ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুর রহমান চৌধুরী।

ধান কর্তন ও মাড়াই যন্ত্রের ব্যবহার করে কম খরচে ধান কাটা ও মাড়াইয়ের বিষয়ে কৃষকদের জানানো হয়। ৭ লক্ষ টাকা মূল্যের এই কম্বাইন্ড হারভেস্টর দিয়ে ঘণ্টায় ১ বিঘা জমির ধান কাটা ও মাড়াই করা যায়। এতে মাত্র ৫ লিটার ডিজেল খরচ হয়।

সমবায় সমিতির মাধ্যমে কৃষকরা সহজ শর্তে এই যন্ত্র ক্রয় করতে পারবেন বলে কৃষি কর্মকর্তারা জানান। পরে পিঠা-পুলি দিয়ে আপ্যায়নের মাধ্যমে নবান্ন উৎসব পালন করা হয়।

এ সম্পর্কিত আরও খবর