পঞ্চগড়ে লবণ কিনতে দোকানে ভিড়

পঞ্চগড়, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টুফোর.কম, পঞ্চগড় | 2023-08-23 01:05:47

লবণের দাম বৃদ্ধি পেয়েছে এমন খবর পেয়ে পঞ্চগড় জেলার বিভিন্ন হাট-বাজারে চলছে লবণ কেনার প্রতিযোগিতা । সাধারণ ক্রেতারা প্রয়োজনের তুলনায় অধিক লবণ কিনতে ভিড় করছে দোকানগুলোতে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে জেলার বিভিন্ন হাট-বাজারে ঘুরে দেখা যায় সাধারণ ক্রেতারা বিভিন্ন মুদির দোকানে লবণ কিনতে ভিড় করছেন। এ সময় অনেককে ৫ থেকে ১০ কেজি লবণ কিনতে দেখা যায়।

লবণের দাম পেঁয়াজের মতো লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে এমন গুজব ছড়িয়ে পড়লে যেখানে ১ কেজি লবণ কিনত সেখানে ৫ থেকে ১০ কেজি লবণ কিনছেন সাধারণ ক্রেতারা। তবে দোকানদার জানান লবণের দাম বৃদ্ধি পায়নি।

অন্যদিকে সাধারণ ক্রেতাদের এমন চাহিদাকে পুঁজি করে লাভবান হয়েছেন কিছু দোকানদার। ফলে জেলার বিভিন্ন হাট-বাজারের দোকানগুলোতে প্রায় লবণ শেষ হওয়ার পথে।

এদিকে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকার বাসিন্দা মনির হোসেন জানান, ‘আমি খবর পেলাম লবণের দাম বৃদ্ধি পেতে শুরু করেছে তাই ৪৫ টাকা কেজি দরে ১০ কেজি লবণ কিনেছি।’ একই কথা জানান সাইদুল ইসলাম।

জেলার তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের দোকানদার আওয়াল হোসেন জানান, ‘হঠাৎ লবণ কিনতে দোকানে ভিড় করছে ক্রেতারা। তাদের কথা হলো টাকা নেন লবণ দেন।’

তবে এবিষয়ে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুল হক বার্তাটোয়েন্টিফোর.কম-কে জানান, ‘লবণের দাম বৃদ্ধি পেয়েছি এই তথ্যটি মিথ্যা ও গুজব ফলে আমি মৌখিকভাবে সকল দোকানদারদের নির্দেশ দিয়েছি প্রয়োজনের তুলনায় অধিক লবণ যেন কারো কাছে বিক্রি না করে।’

এ সম্পর্কিত আরও খবর