অতিরিক্ত দামে লবণ বিক্রির অভিযোগে কারাদণ্ড

ঠাকুরগাঁও, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঠাকুরগাঁও | 2023-08-23 12:20:12

ক্রেতাদের কাছে অতিরিক্ত দামে লবণ বিক্রির অভিযোগে ঠাকুরগাঁওয়ে সিরাজ ও আইয়ুব নামের দুই ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৯ নভেম্বর) ঠাকুরগাঁও শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এই দুই ব্যবসায়ীকে ৫০ হাজার করে এক লাখ টাকা জরিমানাসহ অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- সিরাজ স্টোরের মালিক সিরাজুল ইসলাম ও আইয়ুব স্টোরের মালিক আইয়ুব আলী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা জানান, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রসহ বিভিন্ন পণ্যের মূল্য তালিকা না থাকা ও অধিক মূল্যে লবণ বিক্রির অপরাধে দুই দোকানদারকে ৭ দিনের কারাদণ্ড দেয়া হয়।

এদিকে সকাল থেকে হঠাৎ করে লবণের দাম বাড়ার গুজব ছড়িয়ে পড়লে জেলার বিভিন্ন স্থানে বাজারসহ দোকানগুলোতে ক্রেতাদের লবণ কেনার উপচে পড়া ভিড় দেখা গেছে।

এ সম্পর্কিত আরও খবর