বেনাপোলে তিন ক্লিনিককে ৯০ হাজার টাকা জরিমানা

যশোর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বেনাপোল | 2023-08-26 01:26:18

যশোরের বেনাপোল স্থলবন্দর এলাকায় লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনার দায়ে তিন ক্লিনিককে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম এ অভিযান পরিচালনা করেন। অভিযানে বেনাপোল বন্দর এলাকার রজনী ক্লিনিককে ৫০ হাজার টাকা, স্টার মেডিকেলকে ২০ হাজার টাকা ও সুরক্ষা ডায়াগনিস্ট সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

খোরশেদ আলম চৌধুরী জানান, তাদের কাছে অভিযোগ আসে বেনাপোল স্থলবন্দর এলাকায় অনুমতি না নিয়ে লাইসেন্স বিহীন অস্বাস্থ্যকর পরিবেশে একাধিক ক্লিনিক ব্যবসা পরিচালনা করছে। এর ভিত্তিতে তিনটি ক্লিনিকে অভিযান চালিয়ে দেখা যায় তাদের ব্যবসা পরিচালনার কোন অনুমতিপত্র নেই। এছাড়া সম্পূর্ণ অবৈধ প্রক্রিয়ায় চিকিৎসা ও মেয়াদ উত্তীর্ণ রক্ত সংরক্ষণ করা আছে। পরে শাস্তি হিসাবে তিনটি ক্লিনিককে ৯০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

 

এ সম্পর্কিত আরও খবর