লবণের দাম বাড়ানোর দায়ে ২ ব্যবসায়ীকে জরিমানা

গাইবান্ধা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গাইবান্ধা | 2023-08-22 05:45:45

গাইবান্ধায় লবণের দাম বাড়ার গুজব সর্বত্র ছড়িয়ে পড়েছে। এই গুজবে ভোক্তাদের লবণ কেনার হিড়িক পড়েছে। এদিকে গুজব ঠেকাতে মাঠে নেমেছেন প্রশাসন। এবং অতিরিক্ত দামে লবণ বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দিনভর জেলার বিভিন্ন হাট-বাজরে লবণ কেনার হৈচৈর চিত্র লক্ষ্য করা যায়। জেলার সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা, পলাশবাড়ি, উপজেলা সদর এবং গ্রাম-গঞ্জের হাট-বাজারগুলোতে লবণের মূল্য বৃদ্ধি এবং দুষ্প্রাপ্যতার গুজব সকাল বেলা থেকেই ছড়িয়ে পড়তে শুরু করে। এই গুজবের ফলেই ক্রেতারা অধিক পরিমাণ লবণ কিনতে শুরু করেন। এই সুযোগে কোনো কোনো উপজেলা সদর এবং গ্রামাঞ্চলের হাট-বাজারগুলোতে কতিপয় অসাধু ব্যবসায়ী প্রতিকেজি লবণের দাম ২০ থেকে ৬০ টাকা বাড়িয়ে ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি করছে।

এ বিষয়ে গাইবান্ধায় প্রশাসক মো. আবদুল মতিন জানান, এ ধরণের গুজবের কোনো ভিত্তি নেই। লবণের কোনো সংকট বা মূল্য বৃদ্ধিরও কোনো কারণ নেই। তবে এ ব্যাপারে বাজার মনিটরিং করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর