কুড়িগ্রামে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান (বিপিএম)। তিনি গত একমাসে জেলার বিভিন্ন স্থানে হত্যা মামলাসহ সংঘটিত অপরাধের বিষয়গুলি উপস্থাপন করেন।
এ সময় তিনি রৌমারী থানার এক শিক্ষার্থী মমতাজ খাতুন ধর্ষণ ও হত্যা মামলার এবং উলিপুর থানায় জয়নাল আবেদীন হত্যার প্রকৃত আসামিদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। জেলায় নারী নির্যাতনের হার বৃদ্ধি পাওয়ার কথা স্বীকার করে হত্যাসহ সকল অপরাধ কমিয়ে আনতে পুলিশের ভূমিকার পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে বলেন তিনি। গত ১ বছরে জেলায় মোট ৩৯টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলেও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল মাহমুদ হাসানসহ সকল থানার অফিসার ইন-চার্জ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।