লবণ নিয়ে গুজব ছড়িয়ে বেশি দামে বিক্রি এবং বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে ৪৪ জনকে আটক করেছে জেলা পুলিশ।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যার পর থেকে পুলিশ এই অভিযান শুরু করে। রাত ৯টা পর্যন্ত জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে পুলিশ ৪৪ জন ব্যবসায়ীকে আটক করেছে।
এছাড়াও জেলা প্রশাসক ফয়েজ আহাম্মেদ নিজেই সন্ধ্যার পর লবণের বাজার মনিটরিং করেছেন। অপরদিকে বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বলেছেন দেশের কোথাও লবণের সংকট নেই। গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করলে বগুড়া জেলা পুলিশ কঠোর হস্তে তা দমন করবে। জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন স্থানে অভিযান শুরু করা হয়েছে।পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতও অভিযান চালাচ্ছে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, এ পর্যন্ত ১২ থানায় ৪৪ জনকে আটক করা হয়েছে।