নোয়াখালীতে লবণের দাম বেশি রাখায় ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নোয়াখালী | 2023-08-29 22:09:25

নোয়াখালীতে অতিরিক্ত দামে লবণ বিক্রির দায়ে ২৭টি অভিযান পরিচালনা করেছেন ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৯ উপজেলায় ২৪ এর অধিক প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর থেকে লবণের দাম বেড়ে যাওয়ার গুজবে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বিশেষ অভিযান পরিচালনা করেন।

এ সময় তারা নোয়াখালী জেলার বিভিন্ন প্রতিষ্ঠানে ভোক্তা অধিকারের মাধ্যমে ২০টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করেন।

এ দিকে লবণের গুজবের বিষয়ে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খান।

এ সম্পর্কিত আরও খবর