চুরি যাওয়া শিশুটি ফিরল মায়ের কোলে

নরসিংদী, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নরসিংদী | 2023-08-22 18:38:32

নরসিংদীতে মেরিস্টোপস ক্লিনিক থেকে চুরি হওয়া তিন দিন বয়সী এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশনের সামনে থেকে তাকে উদ্ধার করা হয়। এই ঘটনায় ইয়াসমিন (২৬) নামের এক নারীকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, মেরিস্টোপস ক্লিনিকের গাইনি বিভাগে ১১ নভেম্বর এক কন্যা সন্তান জন্ম দেন নরসিংদী জেলার শিবপুর উপজেলার ইটনা গ্রামের শাহ আলমের স্ত্রী সখিনা বেগম।

১৩ নভেম্বর বিকেলে ৪টার দিকে সখিনা বেগম খেতে বসেন। এই সুযোগে ক্লিনিকের গাইনি ওয়ার্ডের ভেতরে আগে থেকেই থাকা অজ্ঞাত এক নারী নবজাতককে নিয়ে পালিয়ে যায়।

নরসিংদী মডেল থানার উপপরিদর্শক আবদুল্লাহ আল মামুন জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় নবজাতক চুরি করা ওই নারীকে চিহ্নিত করে আটক করা হয়েছে।

এদিকে এ ঘটনায় নবজাতকের পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

বিল পরিশোধ করতে না পারায় হাসপাতাল কর্তৃপক্ষ কৌশলে নবজাতককে সরিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছে।

অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ওই নবজাতকের মায়ের এক নারী আত্মীয় এসে নবজাতককে সরিয়ে নিয়ে মিথ্যা অভিযোগ করছেন।

এ সম্পর্কিত আরও খবর