লবণের গুজব ঠেকাতে মসজিদে মাইকিং

চাঁপাইনবাবগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, চাঁপাইনবাবগঞ্জ | 2023-08-25 18:14:10

লবণের দাম বৃদ্ধি নিয়ে গুজব ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন মসজিদ থেকে মাইকিং করা হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যার দিকে মাইকিং করে গুজবে কান না দেয়ার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা হয়।

মুসরিভূজা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলা আবদুর রহমান বলেন, লবণকাণ্ড বন্ধ করতে পুলিশের উপস্থিতিতে মসজিদের মাইকে সবাইকে সচেতন করা হয়েছে।

ভোলাহাট থানার ওসি নাসির উদ্দিন মন্ডল জানান, দুপুরে গুজব শুরুর পর থেকেই পুলিশের কয়েকটি টিম বিভিন্ন বাজারে অবস্থান করে ক্রেতা ও বিক্রেতাদের সচেতন করেছে। পরে সন্ধ্যার দিকে এলাকার বিভিন্ন মসজিদে মাইকিং করা হয়।

মঙ্গলবার দুপুরের পর থেকেই বিভিন্নস্থানে লবণ সংকটের গুজব উঠে। পেঁয়াজের মতো লবণের দামও বাড়বে বলে এই গুজব ছড়িয়ে পড়ে। লবণের দাম বাড়ার খবর পেয়ে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে দোকানে দোকানে লবণ কিনতে ভিড় করেন। এই সুযোগে ব্যবসায়ীরাও লবণের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে লবণ বিক্রি করেন। অনেক পরিবার ৫ থেকে ১০ কেজি করে লবণ ক্রয় করে মজুদ করে রাখে। এতে বিকেল থেকে অধিকাংশ দোকানপাটে প্যাকেটজাত লবণ ও খোলা লবণের সংকট সৃষ্টি হয়।

এ সম্পর্কিত আরও খবর