গাইবান্ধায় বাস থেকে পড়ে হেলপারের মৃত্যু

গাইবান্ধা, দেশের খবর

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গাইবান্ধা | 2023-08-25 09:54:47

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় চলন্ত বাস থেকে পড়ে শাহরিয়ার রহমান নাজিম (২৮) নামের এক বাস হেলপারের মৃত্যু হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) সকাল সোয়া ১১টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত নাজিম উপজেলার বাসুদেবপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, গাইবান্ধার যাত্রীবাহী বাসটি গড়িয়ার ব্রিজ নামকস্থানে পৌঁছালে একই বাসের হেলপার নাজিম বাসটির গেট থেকে ছিটকে পড়ে। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, এ ঘটনার খবর পেয়ে নাজিমের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর