পরিবহন শ্রমিকদের কর্মবিরতিতে আশুগঞ্জ বন্দরের কার্যক্রম বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ব্রাহ্মণবাড়িয়া | 2023-09-01 02:37:05

নতুন সড়ক আইন সংশোধনের দাবিতে সারাদেশের মতো ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অনির্দিষ্টকালের জন্য চলছে পরিবহন শ্রমিকদের কর্মবিরতী।

কর্মবিরতির কারণে বুধবার (২০ নভেম্বর) সকাল থেকে বন্ধ রয়েছে আশুগঞ্জ নদী বন্দরের সকল প্রকার কার্যক্রম। এতে করে পণ্য নিয়ে বন্দরে আটকা পড়েছে দুই শতাধিক পণ্যবাহী ট্রাক। বন্ধ রয়েছে কার্গো জাহাজ থেকে পণ্য উঠানামা।

কর্মবিরতির কারণে সকালে ঢাকা-সিলেট মহাসড়কে শ্রমিকরা পরিবহন চলাচলে বাধা দিচ্ছে। তবে সকালে ঢাকা-সিলেট মহাসড়কের পরিবহনে শ্রমিকরা বাধা দিলেও দুপুর থেকে ঢাকা-সিলেট, কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার প্রধান প্রধান মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে লোকাল ও দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল স্বাভাবিক রয়েছে। দূরপাল্লার বাসগুলো সকাল থেকেই নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে গেছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ইদন মিয়া মিন্টু জানান, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আমরা রাস্তায় নেমেছি। আমাদের শ্রমিকদের দাবিগুলো না মানা পর্যন্ত কর্মবিরতি চলবে।

এ সম্পর্কিত আরও খবর