সারা দেশের মতো সিলেটেও সপ্তাহব্যাপী আয়কর মেলা বুধবার (২০ নভেম্বর) শেষ হয়েছে। সন্ধ্যা ৬টায় নগরীর মোহাম্মদ আলী জিমনেশিয়ামে আনুষ্ঠানিকভাবে মেলার সমাপ্তি হয়।
সপ্তাহব্যাপী এ মেলা থেকে ৪৫ কোটি ৭৮ লাখ ৩৩ হাজার ৪২ টাকা আদায় হয়েছে। আর রিটার্ন দাখিল করেছেন ২০ হাজার ২৫৪ জন, সেবা নিয়েছেন ৩৮ হাজার ৬৩১ জন এবং নতুন ইটিআইএন নিয়েছেন ১ হাজার ৮৬৩ জন।
গত ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে সিলেট বিভাগের ৯টি স্থানে আয়কর মেলা শুরু হয়। এর মধ্যে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলা ও মৌলভীবাজার জেলায় চার দিন করে এবং গোলাপগঞ্জ, বালাগঞ্জ, ছাতক, শ্রীমঙ্গল ও কুলাউড়া উপজেলায় দুইদিন করে কর মেলা অনুষ্ঠিত হয়।
সিলেট কর অঞ্চলের কর কমিশনার রনজীত কুমার সাহা বলেন, গত বছরের চেয়ে এবার কর আদায়ের পরিমাণ ও করদাতার সংখ্যাও বেড়েছে। গত বছর কর আদায় হয়েছিলো ৪৪ কোটি ৭৫ লাখ ৩২ হাজার ৭০০ টাকা। আর চলতি অর্থ বছরে সিলেটে পাঁচ হাজার নতুন করদাতা হয়েছেন।
তিনি বলেন, করদাতার সংখ্যা আরো বাড়তো, যদি পাসপোর্ট দিয়ে টিআইএন করা যেত। কারণ প্রবাসীদের অনেকের জাতীয় পরিচয়পত্র না থাকায় আগ্রহ থাকা সত্বেও ইটিআইএন নিতে পারেননি।
মেলায় গত বছরের চেয়ে এবার ১ হাজার ২০৫ জন বেশি নতুন করদাতা নিবন্ধিত হয়েছেন বলেও জানান তিনি।