যশোরের বেনাপোল সীমান্ত থেকে পৃথক অভিযানে ৬ কেজি গাঁজা ও ৮৯৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় মাদকদ্রব্যসহ ওই দুজনকে আটক করা হয়।
আটকরা হলেন— বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের শহিদের ছেলে আবদুল্লাহ (২৪) ও একই গ্রামের সাইফুলের ছেলে আলামিন (২০)।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদে জানা যায় সীমান্ত পথে মাদকের চোরাচালান হচ্ছে। পরে অভিযান চালিয়ে ঘিবা সীমান্তের বটতলা থেকে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
অপরদিকে, ধান্যখোলা মাঠের মধ্যে থেকে পরিত্যক্ত অবস্থায় ৮৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
ধান্যখোলা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার গোলাম সরোয়ার হোসেন দুজনকে আটকের খবর নিশ্চিত করে বলেন, তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।