লাউ চাষির স্বপ্ন ভেঙে দিল শত্রুরা

গাইবান্ধা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গাইবান্ধা | 2023-08-26 05:45:06

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার লাউ চাষি মহব্বত আলী। প্রতি বছরের মতো এবারো লাভের আশায় চাষ করেছিলেন লাউ। স্বপ্ন দেখেছেন ভাগ্য পরিবর্তনের। কিন্তু লাউ গাছগুলো কেটে দিয়ে মহব্বত আলীর সেই স্বপ্নকে ভেঙে দিয়েছে শত্রুরা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত মহব্বত আলী।

জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের সিঙ্গা মনোহরপুর গ্রামের আব্দুল গফুর মণ্ডলের ছেলে মহব্বত আলী তার জমিতে লাউ চাষ করেন। এই ক্ষেতে সবেমাত্র লাউ আসতে শুরু করেছিল। কিন্তু বুধবার (২০ নভেম্বর) রাতে মহব্বত আলীর শত্রুরা ওই লাউ গাছগুলো কেটে দেয়।

ক্ষতিগ্রস্ত মহব্বত আলী জানান, লাভের স্বপ্ন নিয়ে ধার-দেনা করে লাউ চাষ করেন তিনি। পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের আজাহার আলীর ছেলে মেহেদুল ইসলামসহ আরও কয়েকজন লাউ গাছগুলো কেটে দেন। এতে তার প্রায় অর্ধলক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান জানান, এ ঘটনায় মহব্বত আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। সেটি তদন্তাধীন রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর