পুরনো কাপড়ের নতুন বাজার!

পটুয়াখালী, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তায়েন্টিফোর.কম, পটুয়াখালী | 2023-09-01 04:12:41

পটুয়াখালী আলাউদ্দিন শিশু পার্কে বসছে পুরাতন শীতের কাপড়ের দোকান। পুরাতন কাপড় বিক্রি হলেও দোকানের সব কিছুই নতুন করে করা হচ্ছে। কাপড়গুলো পুরাতন হলেও সেটআপ সব নতুন।

শীতের শেষের দিকে আবারও তারা ব্যবসা গুটিয়ে শিশুপার্ক এলাকা খালি করে দেন। এদিকে গত কয়েক সপ্তাহ যাবত এসব দোকান বসলেই চলতি সপ্তাহে ক্রেতাদের আনাগোনা বেড়েছে। অবশ্য পটুয়াখালীসহ দক্ষিণ উপকূলে গত কয়েকদিন থেকে শীতের প্রভাব কিছুটা শুরু হয়েছে।

পুরাতন শীতের কাপড়ের বাজার

বর্তমানে এ মার্কেটে জ্যাকেট, জাম্পার, মাফলার থেকে শুরু করে শীতের সকল ধরনের পোশাক পাওয়া যাচ্ছে। তবে শীতের শুরুর দিকে দাম কিছুটা বেশি বলে অভিযোগ করেন কেউ কেউ ।

পটুয়াখালী শহরের সবুজবাগ এলাকার বাসিন্দা মোখলেছুর রহমান বলেন, ‘শীতের শুরুর দিক হওয়ায় এখনও দাম কমাচ্ছে না। তবে নতুন কাপড়ের থেকে এখানের কাপড়ের মান অনেকটা ভালো।’

অন্যদিকে বিক্রেতারা বলছেন, প্রথমদিকে দাম কিছুটা বেশি থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে কিছুটা দাম কমে আসবে।

এ সম্পর্কিত আরও খবর