মুন্সিগঞ্জে বাস-বরযাত্রীবাহী মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১০

ঢাকা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 02:48:30

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন।

শুক্রবার (২২ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার ষোলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শ্রীনগর ফায়ারসার্ভিস ষ্টেশন সূত্রে জানাগেছে, ঘটনার পরপরই স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মাইক্রোবাসের ভেতরে আটকে পড়া নিহত ও আহতদের উদ্ধার করে। নিহতদের মধ্যে বর রুবেলের বাবা আ. রশিদ বেপারী (৭০), বোন লিজা (২৪) ভাগ্নি তাবাসসুম (৬) ও অপর ভাগ্নি রেনুর (১২) মরদেহ উদ্ধার করে।

নিহতদের মধ্যে অন্যান্যরা হলেন, মাইক্রোবাস চালক বিল্লাল (২৮), বরযাত্রী কেরামত বেপারী (৭১), মফিজুল মোল্লা (৬০), তাহসান (৫)। অপর অজ্ঞাত ২ জন ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুল্যান্সে মারা যায়। এ ঘটনায় আহত ১০ জনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সড়ক দুর্ঘটনা মুন্সিগঞ্জ
সড়ক দুর্ঘটনায় পুরোপুরি বিধ্বস্ত হয় মাইক্রোবাসটি, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ওসি হেলাল উদ্দিন (তদন্ত) দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি এ বিষয়ে জানান, ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়। আহতদের উদ্ধার করে ঢাকার মিটফোর্ড হাসপাতালে নেওয়ার পথে আরও ২ জনের মৃত্যু হয়।'   

দুর্ঘটনার বিষয়ে শ্রীনগর থানার ওসি মো. হেদায়তুল ইসলাম ভুঁইয়া বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মাওয়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া ডিএম পরিবরহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে ১০ জন নিহত হয়েছে। আহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

এ সম্পর্কিত আরও খবর