আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

পঞ্চগড়, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, পঞ্চগড় | 2023-08-30 06:37:42

পঞ্চগড়ে গত কয়েক দিন ধরে বেড়ে চলছে শৈত্যপ্রবাহের মাত্রা। সাথে পাল্লা দিয়েছে শীতের হিমেল হাওয়া। দিনের বেলা আবহাওয়া কিছুটা গরম থাকলেও বিকেল হওয়ার পর পরই নেমে আসে শীত ও কুয়াশা। আর তা রাত শেষে সকাল পর্যন্ত স্থায়ী থাকে।

শনিবার (২৩ নভেম্বর) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.০ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে রেকর্ড করা হয়েছে বলে আবহাওয়া অফিস সূত্রে জানায়।

সকাল পেড়িয়ে গেলেও কাটেনি কুয়াশা

জানা যায়, পঞ্চগড় জেলা হিমালয়ের অতি নিকটবর্তী হওয়ায় শীতের তীব্রতা অন্যান্য জেলার তুলনায় অনেক বেশি। বিশেষত মৌসুমে দেশের অন্যান্য জেলার পূর্বে সর্বপ্রথম এই জেলায় শীত নামে। এদিকে শীতের তীব্রতা বৃদ্ধির ফলে জেলার ৫টি উপজেলার বিভিন্ন নতুন ও পুরাতন শীতবস্ত্রের দোকানগুলো জমে উঠতে শুরু করেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, 'গত তিন দিন ধরে পঞ্চগড়ের আবহাওয়া অনেকটা উঠানামা করছে। হিমালয়ের নিকটে হওয়ায় এ জেলার আগেই শীত নামে। আজ এবছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.০ ডিগ্রি সেলসিয়াস'।

এ সম্পর্কিত আরও খবর