‘বন বিভাগের কোনো জমি দখল হতে দেওয়া হবে না’

নওগাঁ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নওগাঁ | 2023-08-31 15:56:51

বন বিভাগের কোনো জমি দখল হতে দেওয়া হবে না। দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন।

শনিবার (২৩ নভেম্বর) দুপুর ১২ টায় নওগাঁর ধামইরহাটে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সামাজিক বনায়নে ১৫৬ জন উপকারভোগীদের মাঝে লভ্যাংশের ২ কোটি ৯০ লাখ ৩০ হাজার টাকার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

জেলা প্রশাসক হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এমপি, বগুড়া অঞ্চলের বন সংরক্ষক ড. মো. জগলুল হোসেন, বিভাগীয় বন কর্মকর্তা আহমেদ নিয়ামুর রহমান, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ইউএনও গনপতি রায়, পত্নীতলা উপজেলা চেয়ারম্যান আ. গোফফার, রেঞ্জ কর্মকর্তা ফরহাদ জাহান লিটন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি দেলদার হোসেন, ওসি জাকিরুল ইসলাম, বনবিট কর্মকর্তা আ. মান্নান, পাইকবান্দা বিট অফিসার লক্ষন চন্দ্র ভৌমিক, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, সালেহ উদ্দিন প্রমুখ।

এ সময় সর্বোচ্চ লভ্যাংশের চেক পান ধুরইল গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে এরশাদ আলী। তার প্রাপ্ত লভ্যাংশের পরিমাণ ১৩ লাখ ৭ হাজার ৯৭০ টাকা।

এর আগে মন্ত্রী আলতাদিঘী জাতীয় উদ্যান এলাকা পরিদর্শন করেন এবং খুব শিগগিরই শালবন এলাকা বেষ্টিত জাতীয় উদ্যান দর্শনার্থী আকর্ষণ করতে পার্ক, মিউজিয়ামসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হবে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর