গাইবান্ধায় নবান্ন উৎসব

গাইবান্ধা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গাইবান্ধা | 2023-08-28 02:21:02

গাইবান্ধায় পালিত হয়েছে নবান্ন উৎসব-১৪২৬। এবারের প্রতিপাদ্য ছিল ‘এসো মিলি সবে, নবান্ন উৎসবে’।

শনিবার (২৩ নভেম্বর) সকাল থেকে উৎসবের কর্মযজ্ঞ শুরু হয়। কর্মযজ্ঞের মধ্যে ছিল- র‌্যালি, পিঠা উৎসব, যেমন খুশি তেমন সাজো, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধান কর্তন ও কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ।

সকালে জেলা প্রশাসকের বাসভবনের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালির উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি।

এ সময় গিনি বলেন, অগ্রহায়ণে নবান্ন উৎসবের সঙ্গে মিশে আছে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি। এ সময়টা বাড়িতে বাড়িতে শুরু হয়ে থাকে পিঠা-পায়েস খাওয়ার ধুম। আজকের নবান্ন উৎসব নতুন প্রজন্মকে বাঙালি সংস্কৃতির প্রেরণা যোগাবে। 

উৎসবে জেলা প্রশাসক আবদুল মতিন স্বাগত বক্তব্য রাখেন। তার সভাপতিত্বে আরও বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর কবির, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোছা. রোখসানা বেগম, সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ, পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগ গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, এনডিসি এসএম ফয়েজ উদ্দিন, গাইবান্ধা কৃষি বিভাগের উপ-পরিচালক মাসুদুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবির, উপজেলা নির্বাহী অফিসার প্রসূন কুমার চক্রবর্তী, গাইবান্ধা পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, আওয়ামী লীগ গাইবান্ধা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু প্রমূখ।

এ সম্পর্কিত আরও খবর