নাটোরে ১৬০টি মৃত বাদুড় উদ্ধার, আটক ১

নাটোর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নাটোর | 2023-08-22 16:29:38

নাটোর-রাজশাহী মহাসড়কের চাঁদপুর কৈৗরিয়া থেকে ১৬০টি মৃত বাদুড় উদ্ধার করা হয়েছে। এ সময় বাদুড়গুলো শিকারের পর হত্যার অভিযোগে অমল সরদার (৫০) নামে এক আদিবাসীকে আটক করেছে হাইওয়ে পুলিশ।

রোববার (২৪ নভেম্বর) সকালে নাটোর সদর উপজেলার চাঁদপুর কৌরিয়া এলাকা থেকে বস্তাবন্দী অবস্থায় এসব বাদুড় উদ্ধার করা হয়।

আটককৃত অমল সরদার  যশোর জেলার চৌগাছা উপজেলার কংসাদিপুর এলাকার মৃত সূর্য সরদারের ছেলে। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে তাকে ৬ মাসের দণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিমা খাতুন।

জেলা ভারপ্রাপ্ত বন ব্যবস্থাপনা কর্মকর্তা দেবাশীষ দে অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, অমল সরদার শনিবার রাতে জাল দিয়ে ১৬০টি বড় বাদুড় শিকার করে। পরে বাদুড় গুলোকে মেরে ফেলে বস্তাবন্দী করে যশোর নিয়ে যাচ্ছিলেন। হাইওয়ে পুলিশের একটি দল বাদুড়সহ অমলকে আটক করে। পুলিশ বন বিভাগকে খবর দিলে জেলা প্রশাসনের প্রতিনিধিসহ সেখানে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়ে অমলকে কারাগারে প্রেরণ করেন।

এ সম্পর্কিত আরও খবর