সাভারে মহাসড়কে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঢাকা, দেশের খবর

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, সাভার(ঢাকা) | 2023-08-30 18:58:32

সাভারে মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ পাঁচ শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথের (সওজ) ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৫ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত সাভারের গেন্ডা এলাকায় এই অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপথ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর রহমান ফারুকী।

এসময় ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে বিল্ডিং, ছোট-বড় দোকানসহ প্রায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

মাহবুবুর রহমান ফারুকী বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, সারা দেশের ৪৬টি জেলায় আমরা অভিযান চালিয়ে আসছি তারই ধারাবাহিকতায় আজকে সাভারে অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়া আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে সামনে রেখে সড়কের দু'পাশে সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে অবৈধ প্রায় পাঁচ শতাধিক ছোটো-বড় স্থাপনা উচ্ছেদ করা হয়েছে৷

তিনি বলেন, এর আগে আমরা মাইকিংসহ বিভিন্ন ভাবে বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের জানিয়েছি। কিন্তু বিজ্ঞপ্তি উপেক্ষা করেও তারা অবৈধভাবে সড়ক ও জনপথের জায়গা দখল করে ছিল। তাই আজ অভিযানের মাধ্যমে স্থাপনাগুলোকে উচ্ছেদ করা হয়েছে। আগামীতেও আমাদের উচ্ছেদ অভিযান চলবে।

এ সম্পর্কিত আরও খবর