অবৈধভাবে দখলে থাকা ৬ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ

নড়াইল, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নড়াইল | 2023-08-29 21:49:46

নড়াইলের কালিয়ায় অবৈধভাবে দখলে থাকা ৬টি ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাজিবুল আলম এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হুদা, কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, ওসি (তদন্ত) মো. ইকরাম হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কিছুদিন আগে কালিয়া বাজারের জামে মসজিদটি ভেঙে গণপূর্ত বিভাগের মাধ্যমে ১৭ কোটি টাকা ব্যয়ে মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছিল। তবে নিশীকান্ত সাহা, অশোক কুমার ঘোষ, সরজিৎ সাহা, আব্দুস সালাম, গোলজার রহমান ও আশরাফ মোল্যার ব্যবসা প্রতিষ্ঠানগুলো না ভাঙার কারণে মডেল মসজিদটির নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। এ কারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে দখলে রাখা ওই ৬টি দোকানঘর উচ্ছেদ করা হয়।

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুদা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ সম্পর্কিত আরও খবর