খুলনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

খুলনা, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, খুলনা | 2023-08-31 16:16:04

খুলনার কয়রা উপজেলায় স্ত্রী তাসলিমা খাতুনকে হত্যার দায়ে স্বামী হযরত আলী তরফদারকে (৪৩) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হযরত আলী তরফদার খুলনার কয়রা উপজেলার উত্তর মদিনাবাদ গ্রামের মৃত বাবর আলী তরফদারের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, সাতক্ষীরার দেবহাটা উপজেলা সদরের আব্দুল বারিক গাজীর মেয়ে তাসলিমা খাতুনকে ২০০১ সালে হযরত আলী তরফদার বিয়ে করেন। তাদের সংসারে দুটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে হযরত আলী কারণে-অকারণে স্ত্রী তাসলিমা খাতুনকে মারধর করতেন। এ বিষয়ে একাধিকবার শালিস হলেও কোনো পরিবর্তন হয়নি।

সর্বশেষ ২০১৭ সালের ২৮ মার্চ রাতে হযরত আলী স্ত্রীকে পিটিয়ে মারাত্মক জখম করেন। এ সময় শিশু ছেলে চিৎকার করলে তাকেও ভয় দেখায় হযরত আলী। এক পর্যায়ে পরনের শাড়ি খুলে স্ত্রীর গলায় ফাঁস দিয়ে হত্যা করে হযরত আলী পালিয়ে যায়। ঘটনার পরদিন নিহতের মা সখিনা খাতুন বাদী হয়ে হযরত আলী তরফদারকে আসামি করে কয়রা থানায় মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) এনামুল হক এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. মিকাইল হোসাইন।

এ সম্পর্কিত আরও খবর