চাঁদপুরের কচুয়া উপজেলার নাউপুরা গ্রামে শাপলা ফুল তুলতে গিয়ে আবু আহাদ রাফি নামে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) দুপুরে নাউপুরা হাজীবাড়ির একটি কূপে শাপলা ফুল তুলতে যায় আবু আহাদ রাফি। এ সময় তার সঙ্গে ছিল আরেক শিশু। ওই শিশু বাড়িতে গিয়ে রাফির পানিতে ডুবে যাওয়ার খবর দেয়।
খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাফিকে মৃত ঘোষণা করেন। সোমবার বিকেলে তার দাফন সম্পন্ন হয়।
রোববার (২৪ নভেম্বর) প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা শেষে দাদার বাড়িতে বেড়াতে যায় রাফি। সেখানেই এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাফি হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তার আর কোনো ভাইবোন নেই। তার বাবা প্রবাসী বজলুল হক। মা হোসনেআরা গৃহিণী। তারা হাজীগঞ্জ বাজারে বাসা ভাড়া করে থাকত।
কান্নাজড়িত কণ্ঠে রাফির মা হোসনেআরা বেগম বলেন, বিয়ের ১২ বছর পর আমাদের এই সন্তান হয়। সেই সন্তান আমাদের ছেড়ে আজ চলে গেল!
হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাবিহা সুলতানা জানান, রাফি রোববার পিইসি পরীক্ষা শেষ করেছে।