নেত্রকোনায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এছাড়া চারজন আহত হয়েছেন বলেও জানা গেছে।
সোমবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের বারহাট্টা উপজেলার বড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার গোপীনাথ নগর গ্রামের শ্যাম চাঁদের ছেলে তনয় সরকার (২১) ও নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বাতকোনা গ্রামের আব্দুল হেলিমের ছেলে মিজান মিয়া (২৩)।
আহতরা হলেন- ধর্মপাশা উপজেলার জয়শ্রী গ্রামের সুকুমারের ছেলে সুসেন (২০), মোহনগঞ্জ উপজেলার মাঘান গ্রামের রতন মিয়ার ছেলে রাজিব (২২), একই গ্রামের ফজল মিয়ার ছেলে মোশাররফ (২২) ও মোহনগঞ্জ পৌরসভার শেখ বাড়ি এলাকার বিজয় তালুকদারের ছেলে রকি তালুকদার (২০)।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।
এ বিষয়ে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খানে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।