চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার চাকুলিয়া সীমান্তে আব্দুল গনি (৩০) নামে এক গরু ব্যবসায়ীকে ভারতীয়রা কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার (২৫ নভেম্বর) রাতে চাকুলিয়া সীমান্তের বিপরীতে ভারতের প্রবেশ মুখে তাকে কুপিয়ে জখম করা হয়। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করে স্বজনরা।
নিহত আব্দুল গনি উপজেলার চাকুলিয়া গ্রামের আবু তাহেরের ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, রাতে চাকুলিয়া সীমান্তের ৮৭ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ৬-৭ জন গরু ব্যবসায়ী ভারতে প্রবেশের চেষ্টা করে। এ সময় ভারতীয়রা ধাওয়া করলে আব্দুল গনি তাদের হাতে ধরা পড়ে। ভারতীয়রা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে সীমান্তে ফেলে রেখে যায়। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল খালিকুজ্জামান বলেন, ‘আমি শুনেছি সীমান্তে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’