দীর্ঘ ৭ বছর পর পঞ্চগড়ের বোদা উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় বোদা মহিলা মহাবিদ্যালয় মাঠে সকালে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
সম্মেলনের উদ্বোধক হিসেবে রয়েছেন রেলপথ মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন (এমপি)। প্রধান বক্তা হিসেবে আছেন পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট।
এতে সভাপতিত্ব করছেন বোদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বোদা পৌরসভার মেয়ম অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান সুজা। সঞ্চালনায় রয়েছেন বোদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক হোসেন টবি।
সম্মেনে প্রধান অতিথি হিসাবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও বিশেষ অতিথি হিসাবে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হকের (এমপি) উপস্থিত থাকার কথা থাকলেও তারা এখনো পৌঁছাননি।
ইতোমধ্যে বোদা উপজেলার সকল ওয়ার্ড, ইউনিয়ন ও পৌরসভায় সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন সম্পন্ন করা হয়েছে। দীর্ঘ সাত বছর পর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। উপজেলার বিভিন্ন সড়ক ব্যনার পোস্টারে ছেয়ে গেছে।
বোদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ফারুক হোসেন টবি বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, উৎসব মুখর পরিবেশে সম্মেলনের কার্যক্রম শুরু হয়েছে। আশা করছি এই আনন্দঘন পরিবেশের মধ্য দিয়েই সম্মেলনের আনুষ্ঠনিকতা শেষ করতে পারবো।