কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরটেকি কোণাপাড়া গ্রামে বন্ধু সুমন মিয়াকে (১৯) শ্বাসরোধে হত্যার দায়ে রাজীব ওরফে বুলবুল (২৭) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় কিশোরগঞ্জের ৩নং অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক প্রদীপ কুমার এ রায় ঘোষণা করেন। এসময় মামলার একমাত্র আসামি রাজীব আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৬ জুলাই সুমনকে রাত আনুমানিক ১টার দিকে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরটেকি কোণাপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে ডেকে নিয় যায় একই গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে আসামি রাজীব ওরফে বুলবুল। পরে স্থানীয় ঈদগাহ্ মাঠ সংলগ্ন জায়গায় শ্বাসরোধ করে হত্যা করে সুমনকে। ঘটনার দুই দিন পর পাকুন্দিয়া থানা পুলিশ নিহতের লাশ আসামির চাচা আমির উদ্দিনের বাথরুমের ট্যাঙ্কি থেকে উদ্ধার করা হয়।
ঘটনার ছয় দিন পর ২০১৫ সালের ১২ জুলাই নিহতের মা শিউলী আক্তার বাদী হয়ে রাজীব ওরফে বুলবুলের নাম উল্লেখ করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ২০১৬ সালের ১৮ এপ্রিল মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করে পুলিশ।