গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত পুলিশের সহকারী কমিশনার (এসি) রবিউল করিমের মা কামরুননেসা বেগম।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে রায় ঘোষণার পরে এ সন্তোষ প্রকাশ করেন তিনি।
কামরুননেসা বেগম জানান, দেশের জন্য যে ছেলে প্রাণ হারিয়েছে তাকে আর ফিরে পাওয়া সম্ভব না। তবে গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির রায়ে সন্তুষ্ট তিনি। এই দিনটির জন্যই অপেক্ষায় ছিলেন। রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন কামরুননেসা বেগম।
রবিউল করিমের নিজ অর্থায়নে গড়ে ওঠা ব্লুমস স্কুলের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম বার্তা২৪.কমকে জানান, এসি রবিউল করিম ছিলেন সাদা মনের মানুষ। হলি আর্টিজান হামলার রায়ে তিনিসহ গ্রামের সকল মানুষ সন্তুষ্ট হয়েছেন। এখন এই রায় কার্যকরের অপেক্ষায় রয়েছেন তারা।
উল্লেখ্য, গুলশানের হলি আর্টিজান হামলায় নিহত হন এসি রবিউল করিমসহ আরও অনেকে। আলোচিত সেই মামলায় সাত জনের মৃত্যুদণ্ড ও একজনকে খালাস দেন আদালত।