সনদ ছিঁড়ে ফেলা চিকিৎসকের শাস্তি চান মুক্তিযোদ্ধারা

ময়মনসিংহ, দেশের খবর

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গৌরীপুর (ময়মনসিংহ) | 2023-09-01 09:47:26

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন মুক্তিযোদ্ধা শাজাহান ভুঁইয়্যার মুক্তিযোদ্ধার সনদ ছিঁড়ে ফেলায় হাসপাতালের চিকিৎসক ডা. মো শহীদুল্লাহ কায়সারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে মানববন্ধন করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে শহরের হারুনপার্ক সড়কের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানবন্ধন থেকে অভিযুক্ত চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি তার চিকিৎসা সনদ বাতিলের দাবি জানান মুক্তিযোদ্ধারা।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, বোকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিনসহ উপজেলার মুক্তিযোদ্ধারা।

প্রসঙ্গত, মুক্তিযোদ্ধা শাজাহান ভুঁইয়্যার বাড়ি টাঙ্গাইলের কালিহাতি উপজেলার মহেলা গ্রামে। পায়ের হাড় ফেটে যাওয়ায় গত ১৭ নভেম্বর ওই মুক্তিযোদ্ধা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি হন। গত ২১ নভেম্বর হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ কায়সারের বিরুদ্ধে চিকিৎসাধীন ওই মুক্তিযোদ্ধার চিকিৎসা নথি থেকে মুক্তিযোদ্ধার সনদ ছিঁড়ে ফেলার অভিযোগ উঠে।

এ সম্পর্কিত আরও খবর