গরিবদের জন্য সরকারের দেয়া ১০ টাকা কেজি দরের চাল পাচারের সময় যুবলীগ নেতা শাহিনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৭ নভেম্বর) তাকে আটক করা হয়। একই সময় তার কাছ থেকে ৮২ বস্তা চাল উদ্ধার করা হয়।
শাহিন পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের চর শিবা এলাকার ডিলার ও ইউনিয়ন যুবলীগের সভাপতি।
জানা গেছে, চরকাজল ইউনিয়নের বড় শিবা ও ছোট শিবা ওয়ার্ডের জন্য ৪শ বস্তা করে মোট ৮শ বস্তা চাল বরাদ্দ দেয় সরকার। ২৬ নভেম্বর এই দুই ওয়ার্ডের ডিলার মো. শাহিন ও ফিরোজ গলাচিপা খাদ্য গুদাম থেকে ৭১৮ বস্তা চাল ছাড়িয়ে আনেন। বাকি ৮২ বস্তা চাল বুধবার সকালে পাচার করার সময় শাহিনকে আটক করে স্থানীয়রা। পরে পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়। এক বস্তায় ৩০ কেজি করে চাল ছিল।
গলাচিপা উপজেলার খাদ্য কর্মকর্তা সুধির কুমার জানান, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা করার নির্দেশনা পেয়েছেন। মামলা করার প্রক্রিয়া চলছে।
গলাচিপা উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কায়সার হোসেন কামাল জানান, যুবলীগের কেউ অপরাধ করলে অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।